নিউজ ডেস্ক, ৪ আগস্ট : টোকিও অলিম্পিকে ভারতে এল তৃতীয় পদক। মহিলা বক্সিং ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন লভলিনা বোরগোহাঁই। ৬৪-৬৯ কেজি মহিলাদের ওয়েল্টার বিভাগে বিশ্বের ১ নম্বর বুসেনাজ সুরমেনলির বিরুদ্ধে হার মানতে হল লভলিনাকে।
৫-০ ব্যবধানে এদিন হার মানতে হয় লভলিনাকে।বুধবার সেমিফাইনালে তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন লভলিনা। কিন্তু বুসেনাজ সুরমেনেলির অভিজ্ঞতার কাছে কিছুটা হার মানতে হয় ভারতীয় বক্সারকে। তিনটি রাউন্ডেই তুরস্কের বক্সারের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি লভলিনা। ফলে তিনটি রাউন্ডেই পাঁচ জন বিচারক একতরফা রায় দেন বুসেনাজের পক্ষে। তার উপর দ্বিতীয় রাউন্ডে একটি পেনাল্টি পয়েন্টও কাটা যায় লভলিনার। সব মিলেয়ে ০-৫ ব্যবধানে পরাজিত হন লভলিনা বরগোহাঁই। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক পেলেন লভলিনা। এর আগে ২০০৬ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্রর সিং৷ এটাই ছিল অলিম্পিকে বক্সিংয়ে ভারতের প্রথম পদক৷ এরপর ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম৷
আরও খবর পড়ুন : কিংবদন্তি সংগীত শিল্পী কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য