নিউজ ডেস্ক, ২ আগস্ট : টোকিও অলিম্পিকে দ্বিতীয় পদক ভারতের ঝুলিতে। চীনা প্রতিদ্বন্দ্বী হি বিং জিয়াওকে স্ট্রেট সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিলেন পি ভি সিন্ধু। রবিবারের ম্যাচে তিনি ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করেন হি বিং জিয়াওকে।
রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবারও অলিম্পিক্সের শুরু থেকেই ছন্দে ছিলেন। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁর সোনা বা রুপোর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। রবিবার ছিল ব্রোঞ্জের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই সেমিফাইনালের পরাজিতরা। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেম জিতে নেন মাত্র ২৩ মিনিটে। ২১-১৩ ব্যবধানে। দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমও জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমের ব্যবধান সিন্ধুর পক্ষে ২১-১৫।ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো জয়ের পর, ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। বক্সিংয়ে নিশ্চিত হয়ে রয়েছে লভলিনা বড়গোহাঁইয়ের পদক। এ বারের অলিম্পিক্স থেকে তিনটি পদক নিশ্চিত ভারতের। এরপর আরেও পদক আসে কি না, সেদিকেই নজর দেশবাসীর। এদিনের জয়ের পর ভারতীয় খেলাধুলার ইতিহাসে নতুন চ্যাপ্টার লিখলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।