গাজোল, ২১ জুন : বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পৌঢ়ের৷ সোমবার ঘটনাটি ঘটেছে গাজোল বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের কুলিপুকুর এলাকায়। জানা যায়, মৃত ব্যক্তির নাম গিয়াসউদ্দিন আহমেদ। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
জানা যায়, এদিন সকালে ওই ব্যক্তি হেয়াকো গ্রামে জমির কাজের জন্য লেবারের খোঁজে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কুলিপুকুর মোড়ে রাস্তার পাশে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিলেন। সেসময় গাজোলের দিক থেকে আসা বালুরঘাট গামী একটি বোলেরো গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পেছনে ধাক্কা মারলে ছিটকে পড়ে যান গিয়াসউদ্দিন আহমেদ। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপর গাজোল থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ী সহ চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যাক্তির মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে পরিবারে।