Advertisements

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৪ মে : দুই বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার পঞ্চায়েতের বাগবাড়ী গ্রামে।
জানা যায়, সোমবার রাত ১০:৩৫ নাগাদ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী নিবারণ পাল ও অলোক পালের বাড়ীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বোমা মারে বলে অভিযোগ। বোমাবাজির ঘটনায় কেও আহত না হলেও বাড়ির দেওয়ালে ফাটল সহ জানলার কাঁচ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
