fbpx

উওর দিনাজপুর জেলার বিধানসভা নির্বাচনের ফলাফল

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩ মে : একুশের বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক হল তৃণমূল কংগ্রেসের। ফের বাংলার মুখ্যমন্ত্রী পদে বসতে চলছেন মমতা বন্দোপাধ্যায়। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতিকে হেলায় হারিয়ে বাংলার মেয়েকেই জয়ী করেছেন বঙ্গ জনগণ।

এবারের নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় অভূতপূর্ব সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। একনজরে দেখে নেবো উত্তর দিনাজপুর জেলার বিধানসভা ভিত্তিক আসনের ফলাফলঃ ১) চাকুলিয়া : মিনাজুল আরফিন আজাদ-তৃণমূল কংগ্রেস(জয়ী)-ভোট ৮৬৩১১ ,ড. শচীন প্রসাদ- বিজেপি- ভোট ৫২৪৭৪ ,আলি ইমরান রমজ- ফরোয়ার্ড ব্লক- ভোট ২৮৭০৪ ,জয়ের ব্যবধান- ৩৩৮৭৩। ২) ইটাহার : মোশারফ হোসেন- তৃণমূল কংগ্রেস(জয়ী)- ভোট ১১৪৬৪৫ ,অমিত কুমার কুন্ডু- বিজেপি-ভোট ৭০৬৭০ ,শ্রীকুমার মুখার্জী -সিপিআই-ভোট ৪৯০৮ , জয়ের ব্যবধান- ৪৩৯৭৫। ৩) কালিয়াগঞ্জ : তপন দেব সিংহ – তৃণমূল কংগ্রেস-ভোট ৯৪৯৪৮ , সৌমেন রায়- বিজেপি(জয়ী)- ভোট ১১৬৭৬৮ , প্রভাস সরকার – কংগ্রেস- ভোট ১৬৭৭০ ,জয়ের ব্যবধান- ২১৮২০। ৪) ইসলামপুর : আব্দুল করিম চৌধুরী- তৃণমূল কংগ্রেস(জয়ী)- ভোট ১০০১৩১ , ড. সৌম্যরুপ মন্ডল- বিজেপি-ভোট ৬২৬৯১ , সাদিকুল ইসলাম- কংগ্রেস-ভোট ৩৪৬১ , জয়ের ব্যবধান- ৩৭৪৪০ ।

৫) গোয়ালপোখর : গোলাম রব্বানি- তৃণমূল কংগ্রেস (জয়ী)-ভোট ১০৫৬৪৯ , গোলাম সরওয়ার -বিজেপি-ভোট ৩২১৩৫ , মহম্মদ নাসিম এহসান- কংগ্রেস-ভোট ১৯৩৯১ , জয়ের ব্যবধান- ৭৩৫১৪ । ৬) করণদীঘি :গৌতম পাল- তৃণমূল কংগ্রেস(জয়ী)-ভোট ১১৬৫৯৪ , সুভাষ চন্দ্র সিনহা-বিজেপি- ভোট ৭৯৯৬৮ , হাফিজুল ইকবাল-ভোট ৯১৪৬ , জয়ের ব্যবধান- ৩৬৬২৬ । ৭) রায়গঞ্জ : কানহাইয়া লাল আগরওয়াল -তৃণমূল কংগ্রেস-ভোট ৫৯০২৭ , কৃষ্ণ কল্যাণী- বিজেপি(জয়ী)-ভোট ৭৯৭৭৫ , মোহিত সেনগুপ্ত – কংগ্রেস-ভোট ১৭১৯৮ , জয়ের ব্যবধান- ২০৭৪৮ ।  ৮) হেমতাবাদ : সত্যজিৎ বর্মণ- তৃণমূল কংগ্রেস(জয়ী)- ভোট ১১৬৪২৫ , চাঁদিমা রায়- বিজেপি- ভোট ৮৯২১০ , ভূপেন বর্মণ- সিপিএম- ভোট ৯৪৫৩ , জয়ের ব্যবধান- ২৭২১৫ । ৯) চোপড়া : হামিদুল রহমান- তৃণমূল কংগ্রেস(জয়ী)-ভোট ১২৪৯২৩ , শাহীন আখতার- বিজেপি-ভোট ৬০০১৮ , আনোয়ারুল হক-সিপিএম-ভোট ১২২৭৯ , জয়ের ব্যবধান- ৬৪৯০৫ ।

Next Post

দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা নির্বাচনের ফলাফল

Mon May 3 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব সংবাদদাতা , ০৩ মে :  একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতাতে ফের তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায় তা বলাই বাহুল্য। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে আক্ষরিক অর্থেই উত্তেজনা ছিল রাজ্য সহ গোটা […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!