টোকিও অলিম্পিকে হকিতে দুর্দান্ত জয় ভারতের

নিউজ ডেস্ক, ২৭ জুলাই : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে হারের ক্ষত সারিয়ে স্পেনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। টোকিও অলিম্পিকে স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে জয়লাভ করল ভারতীয় দল৷ স্পেনের বিরুদ্ধে ভারতের পয়েন্ট তিন৷

শূন্য হাতেই ফিরতে হল প্রতিপক্ষকে৷ এদিন জোড়া গোল করেন রুপিন্দর পাল সিং। একটি গোল করেন সিমরনজিৎ সিং।এদিনের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্ম ফর্মে ছিল ভারত। খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেন সিমরানজিৎ সিং। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন রূপিন্দর পাল সিং। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত। এরপর ৫১ মিনিটে স্পেনের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেই রূপিন্দর পাল সিং-ই।অতএব, পুল-এর তিন ম্যাচের দুটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে টেবলে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপ পর্যায়ে ভারতের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা ও জাপানের বিরুদ্ধে। প্রতি পুলে থাকা ছয়টি দলের মধ্যে চারটি দল স্থান পাবে কোয়ার্টার ফাইনালে।

Next Post

ভুয়ো IAS এর পর ভুয়ো IPS, পুলিশের জালে নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকও

Tue Jul 27 , 2021
নিউজ ডেস্ক, ২৭ জুলাই : দেবাঞ্জন কান্ডের পুনরাবৃত্তি। ইতিমধ্যে বেআইনি ভ্যাকসিনেশন সেন্টার চালানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব-কে। এই ঘটনার জেরে তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে আরও এক ভুয়ো আইপিএসকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত ওই ভুয়ো আইপিএসের নাম রাজর্ষি […]

আপনার পছন্দের সংবাদ