নিউজ ডেস্ক, ২৭ জুলাই : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে হারের ক্ষত সারিয়ে স্পেনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। টোকিও অলিম্পিকে স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে জয়লাভ করল ভারতীয় দল৷ স্পেনের বিরুদ্ধে ভারতের পয়েন্ট তিন৷
শূন্য হাতেই ফিরতে হল প্রতিপক্ষকে৷ এদিন জোড়া গোল করেন রুপিন্দর পাল সিং। একটি গোল করেন সিমরনজিৎ সিং।এদিনের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্ম ফর্মে ছিল ভারত। খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেন সিমরানজিৎ সিং। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন রূপিন্দর পাল সিং। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত। এরপর ৫১ মিনিটে স্পেনের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেই রূপিন্দর পাল সিং-ই।অতএব, পুল-এর তিন ম্যাচের দুটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে টেবলে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপ পর্যায়ে ভারতের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা ও জাপানের বিরুদ্ধে। প্রতি পুলে থাকা ছয়টি দলের মধ্যে চারটি দল স্থান পাবে কোয়ার্টার ফাইনালে।