নিউজ ডেস্ক, ২৯ জুলাই : এক বছর অতিক্রান্ত, তবুও ভ্রুকুটি কমছে না করোনা ভাইরাসের। মাঝে সংক্রমণ কিছুটা কম হলেও পর পর দু’দিন দেশে আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ৪৩ হাজার ৬৫৪ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৬৪০ জনের।
২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৮,৪৬৫ জন। প্রসঙ্গত, সুস্থতার সংখ্যা সেদিক থেকে দেশে আক্রান্তের থেকে কম। অ্যাকটিভ কেস রয়েছে ৪,০৩,৮৪০ জনের।এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১২৯। মোট আক্রান্তের ৫১ শতাংশ দৈনিক সংক্রমণ ঘটছে এই রাজ্যে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৯ জুলাই, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ১১৪। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৮১ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৫২ শতাংশ।
এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জনের। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭ লক্ষ ১ হাজার ৬১২ জন সুস্থ হয়ে উঠেছেন। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৫ কোটি ৭ লক্ষ ৬ হাজার ২৫৭ জন টিকা পেয়েছেন দেশে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ কোটি ২৬ লক্ষ ২৯ হাজার ৭৭৩ জনের।