নিউজ ডেস্ক , ৭ আগস্ট : অলিম্পিকে খেলতে পারেননি তিনি। যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন বোপান্না। এমনকি অলিম্পিকে খেলতে না পারার কারণে এ আই টি এ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। অলিম্পিকে খেলতে না পারলেও ডেভিস কাপে খেলতে দেখা যাবে বোপান্নাকে। উল্লেখ্য ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপের ম্যাচের জন্য পাঁচজনের নাম ঘোষণা করা হয়। যেখানে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখা যাবে বোপান্নাকে। ডাবলসে খেলবেন তিনি। তবে এই ডাবলসে তার সাথে জুটি বেঁধে খেলবেন দিভিজ শরণ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপের ম্যাচগুলি খেলবে ভারত। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন বোপান্না। যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এমনকি ফেডারেশনের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। তবে অলিম্পিক শেষে আবারো এই ভারতীয় টেনিস তারকাকে টেনিস এর ময়দানে নিয়ে আসলেন ফেডারেশনের কর্মকর্তারা। অলিম্পিক শেষে ডেভিস কাপে দলে সুযোগ পেলেন বোপান্না। ডাবলসের পাশাপাশি এদিন ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপের ম্যাচের জন্য সিঙ্গেলস এর দলও ঘোষণা করে ভারতীয় টেনিস ফেডারেশন এর কর্মকর্তারা। সিঙ্গেলস এ দলে রয়েছেন সুমিত নাগাল, রামকুমার রামানাথন, এবং প্রজ্ঞেশ গুনেশরণ। তবে অলিম্পিকে দলে সুযোগ না পেলেও ডেভিস কাপে বোপান্না দলে সুযোগ পাওয়ায় খুশি ক্রীড়া অনুরাগীরা।