নিউজ ডেস্ক, ১৮ ডিসেম্বর : শুভেন্দু অধিকারী পর এবার দল ছাড়লেন ব্যারাকপুরের বিক্ষুব্ধ বিধায়ক শীলভদ্র দত্ত। বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় করে দিচ্ছিলেন তিনি।
বৃহস্পতিবার সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূল থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন আরেক বিক্ষুব্ধ বিধায়ক শীলভদ্র দত্ত৷ ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত শুক্রবার দলনেত্রী মমতা ব্যানার্জীকে লেখা এক চিঠিতে, তিনি দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়ার কথা জানান। শুধু শীলভদ্র দত্তই নয়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারিও ইতিমধ্যেই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ তৃণমূলের এই ভাঙ্গন নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত রাজ্য নেতৃত্ব। শুক্রবার এনিয়ে কালীঘাটে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়৷