নিউজ ডেস্ক, ১৮ ডিসেম্বর : পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে কমিশন ৷ দু’দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে এসে একথা রাজ্য প্রশাসন ও নির্বাচনী আধিকারিকদের বুঝিয়ে দিয়েছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ প্রয়োজনে পশ্চিমবঙ্গের সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণা করে নির্বাচন করবে কমিশন।
রাজ্য সফরে এসে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন সুদীপ জৈন। এছাড়া করোনা আবহে ভোট পরিচালনার জন্য রাজ্য প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে এদিন বিকেলে রাজনৈতিক দলগুলির সঙ্গেও দেখা করেন সুদীপ জৈন। শুক্রবার উত্তরবঙ্গ সফরে এসেছেন সুদীপ জৈন। বিভিন্ন জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তার বৈঠক হবে। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট নিয়ে অশান্তি রুখতে ব্যবস্থা, শাসক ও বিরোধীদের থেকে আসা অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজ্য সফরের পর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সবিস্তারে রিপোর্ট জমা দেবেন তিনি। তারপরই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।