নিউজ ডেস্ক, ১৮ ডিসেম্বর : আগামী মাসে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবকের শরীরে রাশিয়ার (Russia) ‘স্পুটনিক ভি’ (Sputnik V) কলকাতায় টিকা প্রয়োগ করা হবে। টিকা দেওয়ার আগে তাঁদের পর্যবেক্ষণ করবেন চিকিৎসকেরা।
ইতিমধ্যেই ‘স্পুটনিক ভি’–র প্রস্তুতকারক সংস্থা দ্য গামালেয়া রিসার্চ সেন্টারের দাবি, তাদের তৈরি টিকা প্রয়োগে শরীরে প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে ২ বছর। অর্থাৎ টানা ৭৩০ দিন করোনা হওয়ার কোনও আশঙ্কা থাকবে না। ইবোলা (Ebola) টিকার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সেই একই পদ্ধতিতে এই টিকা তৈরি করা হয়েছে। পিয়ারলেস হাসপাতালে ‘স্পুটনিক ভি’–র হিউম্যান ট্রায়ালের দায়িত্বে রয়েছেন ডা. শুভ্রজ্যোতি ভৌমিক।
রাশিয়ার এই টিকা নিতে গেলে কিছু বিধিনিষেধ মানতে হবে বলে জানিয়েছেন পিয়ারলেস হাসপাতালের ডিরেক্টর (ক্লিনিকাল রিসার্চ) ডা. শুভ্রজ্যোতি ভৌমিক। তাঁর কথায়, প্রথম যখন ভ্যাকসিন দেওয়া হবে তারপর ৪৫ দিন কোনও রকম অ্যালকোহল জাতীয় পানীয় সেবন নিষেধ। যাঁরা টিকা নেবেন তাঁদের শরীরে কোনও রকম সমস্যা হচ্ছে কি না তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, টিকা প্রস্তুতকারক সংস্থা এবং ওই হাসপাতালের ‘মেডিক্যাল টিম’ তদারকি করবে। বস্তুত, রাশিয়াই প্রথম দাবি করে, তাঁরা করোনার টিকা ‘স্পুটনিক ভি’ তৈরি করেছে।