
নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ২৬ মার্চ : চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম হুমায়ূন মণ্ডল। তার বাড়ি জেলার হিলির রামকৃষ্ণপুরে।
জানা গিয়েছে, গত ২৩ মার্চ গঙ্গারামপুর থানার বসাকপাড়া এলাকার একটি মোবাইলের দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার ফোন চুরি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে গঙ্গারামপুর থানার পুলিশ জেলার সীমান্তবর্তী হিলি থেকে ওই যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪২টি চোরাই মোবাইল।জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, গত ২৩শে মার্চ গঙ্গারামপুর পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের মোবাইল ব্যবসায়ী পাপাই দাসের দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হিলি থেকে হুমায়ুন মন্ডলকে আটক করা হয়। উদ্ধার হয় ৪২টি মোবাইল। যার বাজারদর প্রায় ৬লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া মোবাইলগুলি বেশিরভাগই অভিযোগকারী মোবাইল ব্যবসায়ী পাপাই দাসের। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে এই মোবাইলগুলি কোথায় পাচার করা হচ্ছিলো। তার সঙ্গে এই পাচার চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।
