
চাঁচল, ২৮ জুন : মিড ডে মিলে নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করলো অভিভাবকেরা। সোমবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁচল ব্লকের হবিনগর প্রাইমারী স্কুলে। এদিন অভিভাবকেরা মিড ডে মিলের সামগ্রী নিতে আসলে তা পরিমাণে কম ও নিম্নমানের দেওয়া হয় বলে অভিযোগ।
এমনকী মিড ডে মিলে দেওয়া আলুগুলিরও বেশীরভাগ পচা বলে অভিযোগ এনেছেন অভিভাবকেরাঅভিভাবক ছবি খাতুন অভিযোগ করে বলেন, এদিন স্কুলের মিড ডে মিলে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল। প্রদত্ত সামগ্রীর পরিমাণও কম।আর যে সমস্ত আলুগুলি দেওয়া হয়েছিল সেগুলিও পচে গিয়ে দূর্গন্ধ ছড়াচ্ছিল। শিশুদের
এই খাওয়ার খাওয়ালে তারা অসুস্থ হয়ে পড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অবিলম্বে উন্নত গুণমানের খাওয়ার প্রদানের দাবী তুলেছেন তারা। এই ঘটনায় রাস্তায় চাল আলু ফেলে দফায় দফায় দুঘন্টা ধরে চলে বিক্ষোভ প্রদর্শন।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রধান শিক্ষক আসামুদ্দীন আহমেদ। তিনি বলেন, এসব খাওয়ার তাদের কেনা নয়। দফতর থেকে যে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছিল তাই বিলি করা হয়েছে। পরিমাণও ঠিক আছে বলে দাবী করেন তিনি।অন্যদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শক তারক মন্ডল। তিনি বলেন, নিম্নমানের খাদ্য বিলি কাম্য নয়।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।নিম্নমানের খাদ্য সামগ্রী বদলে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ছাড় মিলবে বহুক্ষেত্রে
