বালুরঘাট, ১ সেপ্টেম্বর : এক রিকশা চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের কালাচাঁদ কলোনি এলাকায়। বুধবার সকালে একটি জলাশয়ে তার মৃতদেহ ভাসতে দেখেন প্রাতভ্রমণকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রঘুনাথ দাস। তার বাড়ি কালাচাঁদ কলোনি এলাকাতেই।
রিকশা চালিয়েই সংসার চালাতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ওই রিকশা চালককে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় ওই খাঁড়ি থেকে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রঘুনাথ দাসকে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এক ব্যক্তি। সেই সময় তিনি সুস্থই ছিলেন। কিন্তু পরবর্তীতে তাকে মদ্যপান করিয়ে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য দেহ ওই জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।