নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর : ফের চাপ বাড়ল মধ্যবিত্তের পকেটে। মাসের শুরুতেই বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়ল ২৫ টাকা। যার ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯১১টাকা। গত এক মাসে সিলিন্ডার প্রতি দাম বাড়ল প্রায় ৫০ টাকা। একই সঙ্গে সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে ৭৩ টাকা ৫০পয়সা।
বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১,৭৭০ টাকা ৫০ পয়সা। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ২৯০ টাকা বেড়েছে গ্যাসের দাম।শুধু চলতি বছরেই দাম বাড়ল ২৪১ টাকা। গত ১৭ আগস্ট শেষ বার রান্নার গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। সেই সময় সিলিন্ডার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছিল ৮৬১ টাকা। পেট্রোপন্য থেকে রান্না গ্যাস, জ্বালা বাড়ছে সাধারণ মানুষের। মাত্র ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধি ও তার উৎপাদনের খরচ বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধি।রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্য়বিত্তের মাথায় হাত।করোনাকালে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় পকেটে টান পড়া অসংখ্য মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম।