অপহরণ কাণ্ডে সাফল্য পুলিশের, গ্রেফতার অপহরণকারী

অপহরণ কাণ্ডে সাফল্য পুলিশের, গ্রেফতার অপহরণকারী

মানিকচক, ১৫ সেপ্টেম্বর : ফের অপহরণ কাণ্ডে বড়সরো সাফল্য পেলো মানিকচক থানার পুলিশ। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত এক মহিলা অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃত অপহরণকারীকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ওই ব্যবসায়ীর নাম সুশান্ত প্রামানিক। সে চাঁচল থানার সদরপুর এলাকার বাসিন্দা। গত ১২ ই সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত কাজের জন্য সে মানিকচক থানার মথুরাপুরে আসে। তারপর সে নিখোঁজ হয়ে যায়।খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকেরা। সেদিন রাতেই ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে পরিবারের সদস্যদের কাছে। এঘটনার লিখিত অভিযোগ জানানো হয় মানিকচক থানার পুলিশের কাছে। এরপরই ঘটনার তদন্তে নামেন মানিকচক থানার পুলিশকর্মীরা। তদন্তে নেমে মঙ্গলবার রাতে রতুয়ার পশ্চিম রতনপুরের একটি বাড়িতে অভিযান চালান পুলিশকর্তারা। সেখান থেকেই অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার করা হয় অপহরণকারী দলের এক মহিলা সদস্যকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই অপহরণকারীর নাম চান্দা মন্ডল চৌধুরী। মানিকচক থানার পুলিশের সাথে এই অভিযানে সামিল হন ভুতনি ও রতুয়া থানার পুলিশকর্মীরা। এই ঘটনায় আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পাশাপাশি পুলিশের এই সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ স্থানীয়রা। বুধবার ধৃত অপহরণকারীকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।

Next Post

ফাইলেরিয়া রোগ নির্ণয়ে বিশেষ শিবির

Wed Sep 15 , 2021
মানিকচক, ১৫ সেপ্টেম্বর : ফাইলেরিয়া রোগ নির্ণয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবং মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করা হল বুধবার। এদিন মানিকচকের এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে এলাকার প্রায় ২১০ জন শিশুর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পাশাপাশি শিশুদের সংস্কৃতিচর্চার বিকাশে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতা […]

আপনার পছন্দের সংবাদ