নিউজ ডেস্ক, ১৯ জুলাই : সোমবার অর্থাৎ ১৯শে জুলাই সাংসদে থেকে শুরু হল বাদল অধিবেশন। পেট্রল, ডিজেল-সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে এবার অভিনব পন্থা নেবেন তৃণমূল সাংসদরা। অধিবেশন চলাকালীন সাইকেল চালিয়ে দিল্লিতে দলীয় কার্যালয় থেকে সংসদ ভবনে যাবেন সাংসদরা।
পাশাপাশি লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবেন তাঁরা।
আগে বিধানসভার বাজেট অধিবেশনের দিন সিঙ্গুর ও ডোমজুড় থেকে দলের দুই বিধায়ক সাইকেল চালিয়ে বিধানসভায় এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য আগেই প্রধানমন্ত্রীকে কেন্দ্রের কর কমানোর আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাই একাধিক ইস্যুর মাঝে আজ থেকেই সংসদের ভিতরেও বাদল অধিবেশনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অন্যতম কারণ হবে কেন্দ্রের প্রতি সোচ্চারের জন্য সেটা আগেই জানা গিয়েছে। যার প্রতিফলন বাইরে ঘটবে সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতীকী প্রতিবাদেই স্পষ্ট। এই প্রতীকী আন্দোলনের জন্য সাইকেল তৈরি রাখা হয়েছে বলে জানান লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পেট্রল, ডিজেল-সহ পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এ ভাবেই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদেরা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা পরে, সাইকেলে সংসদে ঢুকতে দেখা গেল।সব মিলিয়ে বাংলার নানা ইস্যু নিয়েও যে সংসদের বাদল অধিবেশন সরগরম হয়ে উঠবে, তার ইঙ্গিত মিলছে শাসক-বিরোধীদের কথাতেই।