নিউজ ডেস্ক, ১৯ জুলাই : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আটকে দেওয়া তৃণমূল সাংসদদের আন্দোলন। সোমবার সাইকেলে চড়ে সাউথ অ্যাভিনিউ থেকে সংসদ ভবনের দিকে যাওয়ার পথে তৃণমূল সাংসদদের (MP) ব্যারিকেড করে আটকানো হয়। বৃষ্টির মধ্যেই দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, শান্তনু সেনদের পথ আটকাতে দেখে প্রতিবাদও করলেন তাঁরা।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ”কেন্দ্রের মোদি সরকারের স্বৈরাচারী মনোভাবের পরিচয়। পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল নিয়ে যাচ্ছি। কিন্তু তাতেও বাধা। কোনও প্রতিবাদই সহ্য করছে না কেন্দ্রের সরকার।”করোনা আবহে সংসদের বাদল অধিবেশন (Monsoon session of Parliament)। তার ঠিক ২৪ ঘণ্টা আগেই ‘পেগাসাস প্রজেক্ট’ অর্থাৎ দেশের মন্ত্রী, নেতা, বিচারপতি-সহ প্রায় শ তিনেক হাইপ্রোফাইল ব্যক্তির ফোনে ‘আড়ি পাতা’ কাণ্ডে উত্তপ্ত দেশ। সংসদের অধিবেশনে এই বিষয়টি বড়সড় ঝড় তুলতে পারে বলে আশঙ্কা। তার আঁচ হয়ত টের পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। তাই সকালে সংসদে প্রবেশের আগে বার্তা দিতে গিয়ে তাঁর আবেদন, ”সরকার সব প্রশ্নের উত্তর দিতে তৈরি। কিন্তু সংসদ কক্ষের শান্তি বজায় রেখে সরকারে সেই উত্তর দিতে দিন।” সংসদের বাইরেও দলনেতাদের সঙ্গে নানা আলোচনা চান বলেও জানালেন তিনি।
আরও খবর পড়ুন : কেন্দ্রের বিরুদ্ধে সরব। সাইকেলে চেপে সংসদে তৃণমূল সাংসদরা