
মালদা, ২৬ জুন : ভারতে অনুপ্রবেশকারী চিনা নাগরিক হান জুঁয়েকে এবারে নিজেদের হেফাজতে নিতে মালদা আদালতে আবেদন জানাল উত্তরপ্রদেশ এটিএস। লখনউয়ে তারবিরুদ্ধে প্রতারণা, ফেরেববাজি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রযুক্তিগত অপরাধের অভিযোগ রয়েছে।
শনিবার উত্তরপ্রদেশ এটিএসের দুই আধিকারিক মালদা জেলা আদালতে ওই আবেদন জানাতে আসেন। প্রডাকশন ওয়ারেন্ট পেশ করে তারা হানকে নিজেদের হেফাজতে চান। আগামী ২জুলাই লখনউ স্পেশাল সিজেএম আদালতে হানের শুনানি রয়েছে। আদালতসুত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ এটিএস, প্রোডাকশন ওয়ারেন্ট প্রথমে মালদা জেলা সংশোধনাগারে দাখিল করেছে। সংশোধনাগার থেকে আদালতের অনুমতি নিয়ে তবেই তাকে এটিএসের হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে সরকারী আইনজীবি মেহতাব আলম বলেন, হানের বিরুদ্ধে ইতিমধ্যেই লখনউ বিশেষ সিজেএম আদালতে ৪১৯, ৪২০,৪৬৭,৪৬৮,৪৭১, ১২০বি ধারায় একাধিক মামলা রয়েছে। আগামী ২ জুলাই লখনউ স্পেশাল সিজেএম আদালতে হানের শুনানি রয়েছে। উত্তর প্রদেশ এটিএসের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে হান।শনিবার মালদা জেলা সংশোধনাগারে প্রডাকশন ওয়ারেন্ট দাখিল করেছে উত্তর প্রদেশ এটিএস।সম্ভবত আগামী দু তিন দিনের মধ্যেই হানকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হতে পারে। তবে হানের মতো আন্তর্জাতিক অভিযুক্তকে উত্তরপ্রদেশে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য পুলিশের সাহায্য নেওয়া হবে নাকি উত্তরপ্রদেশ পুলিশ নিজেই সেই ব্যবস্থা করবে তা এখনও স্থির হয়নি।
আরও খবর পড়ুন : কাজ না পেয়ে বিক্ষোভ ফ্যাক্টরি শ্রমিকদের
