
হরিশচন্দ্রপুর, ২৬ জুন : তৃণমূলের মহিলা কর্মীকে মারধর এবং তার বাড়ি ভাঙচুর, লুটপাট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য হরিশচন্দ্রপুর কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর রামপুর গ্রামে। বিজেপিকে ভোট না দেওয়ায় ভোটের পর থেকেই গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী কলাবতী দাসের ওপর অত্যাচার করছে বিজেপি কর্মীরা।
লুঠপাট চালানোর পাশাপাশি তার নির্মীয়মাণ পাকা বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।বৃদ্ধ স্বামী অসুস্থ, ছেলে কর্মসুত্রে বেশিরভাগ সময় বাড়িতে থাকে না। এই ঘটনায় আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে তাদের। ফলে এই ঘটনা সম্পর্কে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলে জানান কলাবতী দেবী।তিনি বলেন, গ্রামের একমাত্র তৃণমূল কর্মী হিসেবে ১৫-১৬ বছর ধরে দল করছেন তিনি। বাকি সকলে বিজেপির কর্মী সমর্থক। যেহেতু গত নির্বাচনে বিজেপিকে ভোট দেননি তাই তার ওপর অত্যাচার করছে বিজেপি কর্মীরা। ঘরবাড়ি ভাঙচুর করায় বৃদ্ধ স্বামীকে নিয়ে প্রচন্ড আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে তাদের। প্রশাসন এবং দলকে এই ব্যাপারে ইতিমধ্যে জানিয়েছেন তিনি। অন্যদিকে এবিষয়ে তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন । দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এরকম করছে আইন অনুযায়ী প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানানো হবে।যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপি নেতৃত্বের।দলের মালদা জেলা সম্পাদক কিষান কেডীয়া বলেন, দল রাজনৈতিক সন্ত্রাসকে সমর্থন করিনা। দলের পক্ষ থেকে তদন্ত করা হবে। যদিও কেউ যুক্ত থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।
আরও খবর পড়ুন : উত্তর দিনাজপুরের মরণাপন্ন শিশুর প্রাণ বাঁচালেন এস এস কে এমের চিকিৎসকরা
