ট্রাম্পের 2.0 পথ চলা শুরু , হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, কি বললেন? জানুন বিস্তারিত….

ট্রাম্পের শপথ গ্রহণ

    আমেরিকার মার্কিন মসনদে সোমবার ৪৭ তম প্রেসিডেন্ট পদে শপথ নিলেন বিতর্কিত রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প ( Donald Trump) । ডোনাল্ড ট্রাম্পের শপথ বাক্য পাঠ করান বিচারপতি জন রবার্টস ( john robarts ) । ট্রাম্পের শপথ গ্রহণের আগে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন জেডি ভ্যান্স ( jd vance )। শপথের আগে ক্যাপিটালে ওয়ান এলাকায় ‘ মেক আমেরিকা গ্রেট অ্যগেইন ভিকট্রি র‍্যালি করেন ট্রাম্প । সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বিশ্বের তাবড় তাবড় নেতৃত্ব। শপথ পাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন মার্কিন মুলুকের ধনকুবের এলেন মাস্ক ( elon musk ) থেকে শুরু করে শিল্পপতি মুকেশ আম্বানি ( mukesh ambani ) । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ( s. jayshankar ) । এছাড়াও উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশ বিষয়ক মন্ত্রীরা, মার্কিন যুক্তরাষ্ট্রের জীবিত প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও আন্তর্জাতিক অতিথিরা। এদিকে, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( narendra modi ) একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন । প্রধাননমন্ত্রীর সেই চিঠি নিয়ে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন ( x-handle post ), ” আমাদের উভয় দেশের কল্যাণে এবং সারা বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য, আমি আবারও একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ” । আগেই জানা গিয়েছিল যে, তীব্র শীতের কারণে আউটডোরের বদলে ইনডোরে হবে শপথ পাঠ অনুষ্ঠান । অর্থাৎ ক্যাপিটালের উদ্যানে নয় বড় ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এবারে রুদ্ধদ্বার শপথ গ্রহণ হয়েছে ট্রাম্পের । শপথ গ্রহণের পর ট্রাম্প নিজের বক্তৃতা পেশ করেছেন ।

    ট্রাম্পের বার্তা ও সমালোচনা

      শপথ গ্রহণের পর ট্রাম্পের প্রথম ভাষণে স্পষ্ট যে , আমেরিকার জন্য তিনি “স্বর্ণযুগের” সূচনা করবেন । অনুষ্ঠানে উপস্থিত বাইডেন ( joe biden ) ও কমলা হ্যারিসের ( komla harish ) সামনেই ট্রাম্প বলেন, ” অনেক বছর ধরে, একটি উগ্র ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নাগরিকদের কাছ থেকে ক্ষমতা ও সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। এবার তা পুনরুদ্ধারের সময় এসেছে । সেই ক্ষমতা ও সম্পদ এবার পুনরুদ্ধার হবে । ” ট্রাম্প আরও বলেন, “২০২৫ সালের ২০ জানুয়ারি অর্থাৎ সোমবার শপথের দিন ছিল আমেরিকানদের মুক্তি দিবস ।” আমেরিকার স্বার্থরক্ষায় অবৈধ অভিবাসন আটকানোর পাশাপাশি, আমদানি শুল্ক বাড়ানোই হাতিয়ার বলে সাফ জানালেন ট্রাম্প। গত বছরে ট্রাম্পের ওপর হামলার চেষ্টার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ” আমেরিকাকে আবার মহান করে তোলার জন্য ঈশ্বর আমাকে রক্ষা করেছেন” । কৃষ্ণাঙ্গ ও হিসপানিক সমর্থক দের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন ট্রাম্প । তিনি বলেন, ” আমি আপনাদের আওয়াজ শুনেছি । আমি আপনাদের জন্য কাজ করবো” । এদিকে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের আগমন খুব একটা স্বস্তির নয় বলে বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্র্যাংকোস ব্যারো । ফ্র্যাংকোস বলেন, ‘ মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গে অবিশ্বাস্যভাবে এক অধিপত্যশীল রাজনীতির সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি কিছুই না করি তবে আমাদের ভাগ্য সাধারণ হবে । আমাদের ওপর আধিপত্য চলবে, আমরা পিষ্ট হব আমরা প্রান্তিক হব । এটা আমাদের ফরাসি এবং প্রান্তিক ইউরোপীয়দের ওপর নির্ভর করবে । যদিও ট্রাম্প শপথ গ্রহণের আগ মুহূর্তে খানিকটা হলেও বিপাকে পড়েছিলেন । পর্ণ তারকা ষ্টর্মি ড্যানিয়েলস- এর সঙ্গে শারীরিক সম্পর্কে নিজেকে জড়িয়েছিলেন । মুখ ঢাকতে তাকে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিল ট্রাম্প । এমনকি ঘুষ দেওয়ার জন্য ব্যবসায়িক নথিপত্রে কারসাজির অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে ।

      নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন ট্রাম্প।কি ছিল সেই প্রতিশ্রুতি

        নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন।ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে সেই কথা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিংসায় দেড় হাজারেরও বেশি অভিযুক্তকে ক্ষমা করে দিলেন তিনি। তাদের বিরুদ্ধে যাবতীয় মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুতই সকলে জেল থেকে বের হবেন বলেই আশাবাদী ট্রাম্প।

         

         

         

        শপথের আগে ডিস্কো ড্যান্স ট্রাম্পের

          মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিন রবিবার রাতে এক প্রাক উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে ১৯৭০- র দশকের ক্লাসিক ডিস্কো ‘ ওয়াইএমসিএ ‘ এর নৃত্যের ছন্দে পা মেলাল ট্রাম্প ( disco dance on trump ) । ওয়াশিংটন ডিসিতে প্রাক উদ্বোধন সমাবেশের একটি অনুষ্ঠানে টেসলার সিইও এলেন মাস্ককে ( elon musk ) সঙ্গে নিয়ে এই বিখ্যাত নাচে পা মেলান ট্রাম্প । শপথ গ্রহণের আগের রাতে ক্যাপিটল ওয়ান অ্যায়েরায় অনুষ্ঠিত ‘ দ্য মেক আমেরিকা গ্রেট এগেইন র‍্যালিতে ‘ ডিস্কো গ্রুপ সহ বহু সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন । ডোনাল্ড ট্রাম্প নাচের তালে পা মেলানোর পাশাপাশি ডিস্কো ব্র্যান্ডের বেশ কয়েকজনের সঙ্গে করমর্দন করেন । শপথ গ্রহণের আগে ট্রাম্পের এই কার্যকলাপ বেশ সমালোচনায় এসেছে । তবে নাচে ট্রাম্পের সঙ্গী হিসেবে যোগ দিয়েছিলেন টেসলার সিইও। ট্রাম্পের নির্বাচনী প্রচারে একাধিকবার দেখা গেছে তাকে । এবার শপথ গ্রহণের আগের রাতে প্রাক উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে সঙ্গে নিয়েছিলেন ট্রাম্প । এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রিড রক এবং লি গ্রিনউড।

           

          Next Post

          উত্তরে ফের বৃষ্টির আশঙ্কা! দক্ষিণে আবহাওয়া কেমন? জানাল হাওয়া অফিস....

          Tue Jan 21 , 2025
          Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত সপ্তাহ শুরুর দ্বিতীয় দিনে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন ( weather changes )। প্রবল শীতের প্রাদুর্ভাব উত্তরবঙ্গের ( north bengal ) বেশ কিছু জায়গায় । সকাল থেকে অন্ধকারাচ্ছন্ন আকাশ । […]

          আপনার পছন্দের সংবাদ

          RCTV Sangbad

          24/7 TV Channel

          RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

          error: Content is protected !!