২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, আউটডোরে নয়,ইনডোরে হবে শপথ অনুষ্ঠান, কিন্তু কেন? জানুন বিস্তারিত….

ট্রাম্পের শপথ গ্রহণ

donald trump
    donald trump

    ২০জানুয়ারি সোমবার আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব সামলেছেন ২০১৭ সালের ২০ শে জানুয়ারি থেকে ২০২১ সালের ২০শে জানুয়ারি পর্যন্ত।আর এবারে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে অভিষেক ২০ জানুয়ারি ২০২৫ এ অনুষ্ঠিত হতে চলেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৭ তম রাষ্ট্রপতি হিসাবে তার দ্বিতীয় মেয়াদের সূচনাকে চিহ্নিত করে। এবারে রুদ্ধদ্বার শপথ গ্রহণ হবে ট্রাম্পের । ক্যাপিটালের উদ্যানে নয়, বর ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান ও অন্যান্য বক্তৃতা পেশের কর্মসূচি । সূত্রের খবর, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ ও ক্যাপিটালে অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে ২ লক্ষ ২০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে । অনুষ্ঠানে বিশ্বের রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদরা ও বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগেও যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন তিনিই শপথ বাক্য পাঠ করিয়ে ছিলেন । অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২ টার পর । এদিন এই অনুষ্ঠানে সহ- নির্বাচিত জেডি ভ্যান্সও শপথ নেবেন । শপথের পর ট্রাম্প আসন্ন মেয়াদের জন্য ভাষণ দেবেন । অনুষ্ঠানের পর কংগ্রেস নেতা ও অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে।

    কেন আনা হল স্থান পরিবর্তন?

      ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন । তবে জানতে পারা যাচ্ছে, প্রবল শীত এবং নিরাপত্তাজনিত কারণে এবার স্থান পরিবর্তন করা হচ্ছে । ক্যাপিটালের উদ্যানে নয়, পরিবর্তে বড় ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান ও বক্তৃতা পেশের কর্মসূচি। আউটডোরের বদলে ইনডোরে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ২০ জানুয়ারি সোমবার তীব্র শীতের পূর্বাভাস রয়েছে ওয়াশিংটন ভিসিতে। তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিনও । সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস এ পর্যন্ত যেতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি থাকার সম্ভাবনা। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বইতে পারে হাওয়া। যার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা । তাই ইনডোরে অনুষ্ঠান হলে তীব্র শীতের হাত থেকে বাঁচা ও সকলের শরীর সুস্থ এবং অনুষ্ঠান ভালোভাবে পালন করা হবে বলে জানান ট্রাম্প।

      শপথের আগে বিপাকে ট্রাম্প? কি ঘটেছিল

        তবে শপথ গ্রহণের আগে বিপাকে পড়েছিলেন ট্রাম্প । ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলস ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল । এমনকি দণ্ডাদেশ ঘোষণা হওয়ার কথা ছিল ১০ জানুয়ারি। এরই মধ্যে গত বছরের মে মাসে সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত মামলায় স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়। সে ঘটনা যাতে তিনি কাউকে না বলেন, সে জন্য ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এর ১০ বছর পর ২০১৬ সালে তাঁকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেন ট্রাম্প। সেই সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। ঘুষ দেওয়ার জন্য ব্যবসায়িক নথিপত্রে অনেক কারসাজিও করেছিলেন । তবে এই ঘটনা আগামীকাল উদ্বেগ বাড়াবে কি না ট্রাম্পের সেটাই এখন দেখার ।তবে আপাতত বিতর্ক সরিয়ে রেখে জোরকদমে চলছে ট্রাম্পের শপথগ্রহনের শেষ প্রস্তুতি।

        Next Post

        সৈইফের ওপর হামলায় বাংলাদেশী যোগ? গ্রেফতার মূল অভিযুক্ত! জানুন বিস্তারিত..

        Sun Jan 19 , 2025
        Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email সৈইফের ওপর হামলার ঘটনা ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ের বান্দ্রায় ( mumbai bandra ) নিজের বাড়িতেই হামলা চালানো হয়েছিল বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর ( attack on bollywood actor saif ali khan ) । দুষ্কৃতীরা ছ’ […]

        আপনার পছন্দের সংবাদ

        RCTV Sangbad

        24/7 TV Channel

        RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

        error: Content is protected !!