ত্রিপুরায় প্রশান্ত কিশোরের টিমকে আটকে রাখার অভিযোগ

নিউজ ডেস্ক, ২৬ জুলাই : ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের ত্রিপুরায় আটকে রাখার অভিযোগ উঠেছে। তৃণমূল সূত্রে খবর, রবিবার রাত থেকে আগরতলার উডল্যান্ড পার্ক নামক হোটেলে তাদের আটকে রাখা হয়েছে।

জানা গিয়েছে কয়েকদিন আগে আইপ্যাকের দল ত্রিপুরায় সমীক্ষার কাজে গিয়েছিল ২৩ জনের একটি দল। আগরতলার একটি হোটেলে উঠেছেন প্রশান্ত কিশোরের কর্মীরা। অভিযোগ, রবিবার রাতে আচমকাই হোটেলে হানা দেয় পুলিশ। এরপরই টিম-পিকের সদস্যদের জোর করে আটকে রাখা হয়। ত্রিপুরা তৃণমূল রাজ্য সভাপতি আশিস লাল সিংহ বিষয়টি জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তারা। তৃণমূলের আরও অভিযোগ, গত ২১ জুলাই আগরতলায় তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি বানচাল করার চেষ্টা করে পুলিশ। পাশাপাশি স্থানীয় গৌরাঙ্গনগরে অনুষ্ঠানস্থল থেকে প্রায় ৫০ জন তৃণমূল নেতা-কর্মীকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। যদিও পরে পুলিশ জানায়, করোনা বিধি ভেঙে জমায়েত করাতেই ব্যবস্থা নেওয়া হয়।

আরও খবর পড়ুন : আড়িপাতা কান্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার

Next Post

টোকিও অলিম্পিকে হকিতে দুর্দান্ত জয় ভারতের

Tue Jul 27 , 2021
নিউজ ডেস্ক, ২৭ জুলাই : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে হারের ক্ষত সারিয়ে স্পেনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। টোকিও অলিম্পিকে স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে জয়লাভ করল ভারতীয় দল৷ স্পেনের বিরুদ্ধে ভারতের পয়েন্ট তিন৷ শূন্য হাতেই ফিরতে হল প্রতিপক্ষকে৷ এদিন জোড়া গোল করেন রুপিন্দর পাল সিং। একটি গোল করেন সিমরনজিৎ সিং।এদিনের […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম