অবশেষে কিছুটা হলেও স্বস্তি। মঙ্গলবার শান্তির নিঃস্বাস নিলেন বলাই যায়। এবার রেহাই মিললো আদালত থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র।
বেশ কিছুদিন জেল হেফাজতে থাকার পর আজ অর্থাৎ মঙ্গলবার অন্তর্বর্তী জামিন মিললো সুজয় কৃষ্ণ ভদ্রর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সুজয় কৃষ্ণ ভদ্রর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।
তবে জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কি সেই শর্ত?
আরও পড়ুন – ২০ শে ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহন, মুখ্যমন্ত্রী পদে কে?
আদালতের নির্দেশ অনুসারে, সুজয় কৃষ্ণের গতিবিধির ওপর নজর রাখা হবে।
তাঁর ওপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন থাকবেন। চিকিৎসা সংক্রান্ত কোনো প্রয়োজন ছাড়া অন্য কোন কাজে বাইরে যেতে পারবেন না তিনি। এমনকি চিকিৎসা সংক্রান্ত কোনো প্রয়োজন ছাড়া কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখাও করতে পারবেন না ।
আরও বলা হয়েছে, তাঁর দুটি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন – রিকশা চালিয়ে বিধানসভায় রওনা হলেন বলাগড়ের বিধায়ক, তারপর!