নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছেন দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা। ‘দিল্লি চলো’ অভিযানে অংশ নিতে পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশ্যে আসছেন হাজার হাজার কৃষক। এই পরিস্থিতিতে তাঁদের আন্দোলন দমন করতে হরিয়ানা ও দিল্লিতে প্রবেশের পথে ব্যাপক পুলিশ কর্মীর বন্দোবস্ত করা হয়েছে৷ বাধার মুখে পড়তে হচ্ছে কৃষকদের। ফলে কারা কৃষক দরদি তা নিয়ে উঠছে প্রশ্ন।
উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্রের বিজেপি সরকার নতুন কৃষি আইন পাশ করে। কেন্দ্রের দাবি নতুন কৃষি আইন কৃষকদের পক্ষে সহায়ক হবে অর্থাৎ যেখানে ফসলের বেশি দাম পাবেন কৃষক সেখানেই ফসল বিক্রি করতে পারবেন। অন্যদিকে কৃষকদের দাবি তাঁরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এমনকি তাদের জমিজমা পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা। তবে সাধারণ মানুষের বক্তব্য কৃষকরা যখন ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না তখন বাজারে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি অগ্নিমূল্য। সে ক্ষেত্রে বাড়তি লাভ কার ঘরে চলে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন পাশাপাশি পুঁজিপতিরা যদি ফসলের দর নিয়ন্ত্রণ করেন অর্থাৎ কোনো কৃষক আলু, পেঁয়াজ কেজি প্রতি কত দামে বিক্রি করতে পারবেন, তা যদি পুঁজিপতিরা নিজেরাই ঠিক করে দেন সেক্ষেত্রে কৃষক কিভাবে বেশি দামে নিজের ইচ্ছেমতো দামে ফসল বিক্রি করতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এক্ষেত্রে কেন্দ্রের যে নতুন কৃষি আইনে কৃষি ব্যবস্থা যে ধ্বংসের পথে চলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। কৃষকেরা যাতে কোনোভাবেই দিল্লিতে প্রবেশ করতে না পারে তার জন্য জল কামান, ব্যারিকেড দিয়ে নানা বাধা-বিপত্তির ব্যবস্থা করা হয়েছে। সেই বাধা পেরিয়ে এখন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা।