নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৩ই সেপ্টেম্বর : আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই পঞ্চায়েতের হোসেনপুর বুথের সদস্যার স্বামী অলোক পোদ্দারের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন আরিফুল ইসলাম ও গুনো শর্মা নামে দুই উপভোক্তা।
তাদের অভিযোগ, ৩০ হাজার টাকা কাটমানি নেওয়ার পর তারা দুই কিস্তির টাকা পেয়েছেন।তৃতীয় কিস্তির টাকা পেতে আবারও তাদের কাছে কাটমানি চাওয়া হচ্ছে। কিন্তু কাটমানি না দেওয়ায় তৃতীয় কিস্তির টাকা না মেলায় তারা ঘর সম্পূর্ণ করতে পারছেন না।কাটমানি না দিলে তারা তৃতীয় কিস্তির টাকা পাবে না বলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।জানা গিয়েছে,
এলাকার দাপুটে সিপিএম নেতা অলোক পোদ্দার গত পঞ্চায়েত নির্বাচনের পরেই শাসকদলে যোগ দেন। তার স্ত্রী আরাধনা পোদ্দার সিপিএম থেকে জয়ী হলেও পরে শাসকদলে যোগ দেন। কিন্তু এলাকায় তার এমনই দাপট যে, কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না।
এর আগেও তার বিরুদ্ধে প্রশাসনের কাছে কাটমানি নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন সেহেনা বিবি নামে এক উপভোক্তা।তবে অলোক পোদ্দারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে প্রশাসনিক উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা।এদিকে বারবার অভিযোগ জানানোর পরেও কেন প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই অভিযোগও তুলেছেন এলাকাবাসীরা।যদিও এবিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে