নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ০৭ জানুয়ারী : লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট থানার পতিরাম ফুটবল মাঠ সংলগ্ন এলাকা। ঘটনার প্রতিবাদে ঘাতক গাড়িতে আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা।
ঘটনাস্থলে পুলিশ গেলে মারমুখী হয়ে ওঠে তারা। পুলিশ সূত্রে জানা গেছে রাস্তা পার হতে গেলে এদিন হরিপদ সরকার নামে বছর পঞ্চান্নর ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় থাকেন তারা। এমনকি ঘাতক গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালান ক্ষুব্ধ জনতা। এরপর সেই গাড়িতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আসরে নামে পুলিশ প্রশাসন। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ ওঠে। যদিও লাঠি চালানার কথা অস্বীকার করেছে পুলিশ।