
নিউজ ডেস্ক, ২০ জুন : করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ আর্থিক সহায়তা করা সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্র।শনিবার আদালতে ১৮৩ পাতার একটি হলফনামায় মোদী সরকার সুপ্রিম কোর্টকে ক্ষতিপূরণ নিয়ে তাদের অপারগতা কথা জানিয়েছে।
হলফনামায় বলা হয়েছে, দেশে কোভিডে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। এতে যারা অন্য রোগে মারা যাচ্ছেন তাদের প্রতি অবিচার করা হবে৷কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মারণ ভাইরাসের থাবায় ভারতে ৩.৮৫ লক্ষেরও বেশি লোক মারা গিয়েছে এবং সেই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মহামারীর কারণে এমনটিতেই সরকার আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে তাঁর মধ্যে করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। ক্ষতিপূরণ না দেওয়ার কারণ হিসাবে আরও জানানো হয়েছে যে, মহামারীকে প্রতিরোধ করার জন্য স্বাস্থ্য সম্পর্কিত খাতে বিপুল অর্থ খরচ হয়েছে কেন্দ্র সরকারের। সেই সঙ্গে ভারতে তৃতীয় ঢেউ সামাল দেওয়ার জন্য আরও অর্থের প্রয়োজন।কেন্দ্রের কথায়, দূর্যোগ মোকাবিলার আইন অনুযায়ী ভুমিকম্প, বন্যাসহ কোনও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে একমাত্র ক্ষতিপূরণ দেবে সরকার। বিরাটাকারে মহামারিতে সরকারের পক্ষে সকলকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
