নিউজ ডেস্ক, ২০ জুন : ফের বৃদ্ধি পেল জ্বালানির দাম। ১০০ এর দোরগোড়ায় পেট্রোল ডিজেলের দাম। দু-একদিন অন্তর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। এর আগে শুক্রবার জ্বালানির দাম বৃদ্ধির পর তা শনিবার অপরিবর্তিত ছিল, তবে রবিবার ফের দাম বাড়ল।
যার ফলে শহর কলকাতায় এদিন পেট্রোলের দাম থাকল লিটার প্রতি ৯৭.১২ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৮২ টাকা।রবিবার শহর কলকাতায় পেট্রোলের ও ডিজেল দুটি জ্বালানির দামই লিটার প্রতি ২৮ পয়সা করে বেড়েছে।শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছিল ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা। পেট্রোল ও ডিজেলের দাম হয়েছিল ৯৬.৮৪ টাকা ও ৯০.৫৪ টাকা।অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৭ টাকা ২২ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৮৭ টাকা ৯৭ পয়সা। জ্বালানির দাম বেড়েছে মুম্বইয়েও। সেখানে পেট্রলের দাম প্রতি লিটারে ১০৩ টাকা ৩৬ পয়সা ওডিজেলের দাম ৯৫ টাকা ৪৪ পয়সা। দক্ষিণের রাজ্য চেন্নাইতেও আগুন দাম জ্বালানির। সেখানে প্রায় ১০০ ছুঁতে চলেছে পেট্রলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম ৯৮ টাকা ৪০ পয়সা ও ডিজেলের দাম ৯২ টাকা ৫৮ পয়সা।এ প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, “মানছি জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার টিকার জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।”করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে মাথায় হাত মধ্যবিত্তের।