লোনের টাকা দিতে না পারায় গ্রাহককে মারধরের অভিযোগ কোচবিহারে

লোনের টাকা দিতে না পারায় গ্রাহককে মারধরের অভিযোগ কোচবিহারে

আর সি টিভি সংবাদ , ৪ মার্চ :লোনের কিস্তির টাকা দিতে না পারায় গ্রাহককে মারধরের অভিযোগ উঠল একটি কোচবিহারের বক্সিরহাট থানা এলাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কুশধর আর্য নামে ঐ গ্রাহক । কুশধর আর্য নামে ঐ ব্যাঙ্ক গ্রাহকের দাবি, তিনি ব্যাংক থেকে ৭০ হাজার টাকা লোন নিয়েছিলেন।

আরও পড়ুন –“হোস্টেলে সাপ আছে”- ঘর না দিয়ে দৃষ্টিহীন ছাত্রীকে ভীতি প্রদর্শন

 

কাজকর্ম না থাকায় তার লোনের কিস্তি বকেয়া পড়ে যায়। শনিবার সকালে ব্যাংকের কর্মীরা তার বাড়িতে আসে লোনের টাকা চাইতে। সে টাকা দিতে না পারায়, তার উপরে চড়াও হয় ব্যাংকের দুজন কর্মী।   ঘটনায় মাথায় ও হাতে চোট পান কুশধর। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। যদিও অভিযোগ অস্বীকার করে বেসরকারি ব্যাংক ম্যানেজারের দাবী , দীর্ঘদিন ধরে লোনের কিস্তি বকেয়া থাকায়, তার বাড়িতে যায় ব্যাংকের দুজন কর্মী। আচমকা ওই দুজনের উপর চড়াও হয়, ওই গ্রাহক। ঘটনায় তাদের দুজন কর্মী আহত হয়েছেন। পালটা ব্যাংক কর্তৃপক্ষ ও এবিষয়ে থানায় অভিযোগ জানিয়েছে।

Next Post

ছাউনিবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে রান্না অঙ্গনওয়ারী কেন্দ্রে

Sun Mar 5 , 2023
আর সি টিভি সংবাদ , ৫ মার্চ :উড়েছে টিনের ছাউনি, ফেটেছে মেজে, ঘরের দেওয়ালও। সেখানে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে শিশু এবং প্রসূতি মায়েদের খাদ্য। অঙ্গনওয়ারী কেন্দ্রের বেহাল এই ছবি দেখা গেলোমালদার গাজোল ব্লকের বোমকা অঙ্গনওয়ারী কেন্দ্রে।জানা গিয়েছে, বছর ছয়েক আগে ঝড়ে উড়ে গিয়েছে ঘরের ছাউনি। আরও […]

আপনার পছন্দের সংবাদ