নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : গাছ কাটা মামলায় উত্তর প্রদেশ সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট ৷ ভগবানের নামে একটিও গাছ কাটা যাবে না বলে উত্তর প্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সম্প্রতি মথুরার কৃষ্ণ মন্দিরে যাওয়ার পথে প্রায় ২৫ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
সেই কাজে বাধ সেধেছে প্রচুর গাছ। রাস্তার দু’ধারে প্রায় ২ হাজার ৯৪০ টি গাছ রয়েছে। বহু দিনের পুরনো এই গাছ কেটে ফেলার পরিকল্পনা করে পূর্ত দপ্তর। কিন্তু এই বিপুল পরিমাণ গাছ কেটে ফেললে পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে বলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে পাবলিক ওয়ার্কস দপ্তরকে ভর্ৎসনা করে বলেন, “কৃষ্ণের (Lord Krishna) নামে তো আর আপনাদের তিন হাজার গাছ কাটতে দিতে পারি না।” পাশাপাশি দ্বিগুণ সংখ্যক চারা লাগানোর প্রস্তাবও খারিজ করে দেয় আদালত।