বাঁধের পরিবর্তে বাঁধ তৈরির পরিকল্পনা ভারতের

বাঁধের পরিবর্তে বাঁধ তৈরির পরিকল্পনা ভারতের

নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর :  এবার ভারতেও তৈরি হবে বাঁধ। ১০ গিগাওয়াটের হাইড্রোপাওয়ার প্রজেক্ট বানানো হবে ব্রহ্মপুত্র নদের ওপর। তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর সুপার বাঁধ তৈরি করার পরিকল্পনা করেছে চিন। এরই পাল্টা এবার মাল্টিপারপাস জলাধার তৈরির উদ্যোগ নিল নয়াদিল্লি।

অরুণাচল প্রদেশে এই জলাধার তৈরি করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে এই তথ্য মেলে। ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিএস মেহরা জানান, ব্রহ্মপুত্রের ৯০ শতাংশ জলই আসে ভারতের ভেতরের বিভিন্ন উপনদী থেকে। শুধু শীতকালে তিব্বতের হিমবাহের উৎস থেকে জল পায় সিয়াং। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর মতে, চিন যা-ই করুক, নামনি সিয়াংয়ের অংশে যাতে নিরাপত্তা ও ভারসাম্য নষ্ট না হয়, সে দিকে নজর রাখা উচিত। চিনের গ্লোবাল টাইমস জানিয়েছে, ইয়ারলুং সাংপোর উপরে প্রায় ৬০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ তৈরি করা যায় এমন বাঁধ গড়া হবে। চিনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ।তবে চীনের জলাধার নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্যই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর জলাধার বানানো প্রয়োজন বলেই মনে করছেন ভারতের সংশ্লিষ্ট মন্ত্রক।

Next Post

আমগাছ থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল যুগলের দেহ, উত্তেজনা গ্রামজুড়ে

Thu Dec 3 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৩ ডিসেম্বর : গ্রামের পুকুর ধারের আমগাছ থেকে রহস্যজনকভাবে ঝুলে রয়েছে যুগলের দেহ। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তা নজরে পড়ে এলাকার এক প্রাথমিক শিক্ষকের। খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমায় গ্রামবাসীরা। বৃ্হস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশীদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নসরপুর মাঠ এলাকায়। […]

আপনার পছন্দের সংবাদ