নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় বুরেভি ক্রমশ শক্তি বাড়াচ্ছে৷ মৌসম বিভাগ সূত্রে খবর, বৃহস্পতিবারই মুন্নার উপকূল হয়ে রামেশ্বরমে প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় তামিলনাডুর কন্যাকুমারী ও অন্যান্য উপকূল এলাকায় পৌঁছেছেন এনডিআরএফের কর্মীরা।
যুদ্ধকালীন তৎপরতায় উপকূল এলাকার মানুষদের নিরাপদ এলাকায় পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে তামিলনাডু এবং কেরলের প্রশাসনের তরফে। শুক্রবার সকালে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকারে কন্যাকুমারী এবং পামবানের মধ্যে দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এর প্রভাবে তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বুরেভির কারণে মৎস্যজীবীদের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী একে পালানিস্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তবে পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব না পড়লেও নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া অল্পবিস্তর প্রভাব পড়তে পারে ওড়িশা, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর ও নাগাল্যাণ্ডে।