রায়গঞ্জ, ১০ সেপ্টেম্বর : রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে হারাতে চেয়েছিলেন, কিন্তু রায়গঞ্জের মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় আমি রায়গঞ্জ থেকে বিজেপির বিধায়ক হয়েছি।এখন কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারিয়ে তিনি এখন মানসিক অবসাদে ভুগছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী “।
শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জেরবিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। এদিন তিনি বলেন, সাংসদ আমার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে তাই আমার বিধায়কের দপ্তরে তাঁর ছবি রাখার প্রয়োজন মনে করেননি তিনি।তবে, জেলা বিজেপির সাথে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী কোনও সম্পর্ক না রাখলেও এখনই বিজেপি দল ছেড়ে অন্য দলে যাওয়ার সম্ভবনাও উড়িয়ে দিয়েছেন তিনি।যদিও কৃষ্ণ বাবুর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, কৃষ্ণ বাবুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছুর বলার নেই। তার এধরণের আচরনের পিছনে গভীর অভিসন্ধি রয়েছে।অন্যদিকে, উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধে একের পর এক কার্যকর্তা থেকে মন্ডল সভাপতি এবং বিধায়কের পর এবার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির সাধারন সম্পাদক সাধন সরকার। অবৈধভাবে ভোটের দুদিন আগে জেলা সভাপতি বদল করে বাসুদেব সরকারকে জেলা সভাপতি করার অভিযোগ তুললেন ইটাহারের দলের সাধারণ সম্পাদক সাধন সরকার।