নিউজ ডেস্ক ,১১ই অক্টোবর : অক্টোবর মাস থেকে শুরু হল মালদার গাজোলের আদিনা ডিয়ার ফরেস্টে পরিযায়ী পাখি গণনার কাজ।প্রতিবছর বর্ষার মরসুমে এখানে আসার পর প্রায় ৬-৭মাস থেকে প্রজননকার্য সম্পন্ন করে অন্যত্র চলে যায়। এই পরিযায়ী পাখিদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।প্রতিবছরই বর্ষার মরসুমের শুরুতে বিদেশ থেকে পরিযায়ী পাখিরা এসে ভীড় জমায় মালদার গাজোলের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতে আদিনা ফরেস্টে।
চলতি মরসুমে কি পরিমাণ পাখি এখানে এসছে তা জানতে পাখি শুমারির কাজ শুরু করলো জেলা বনদফতরের আধিকারিকেরা। উল্লেখ্য মালদার গাজোলে প্রায় ১০০ একর জমির ওপর রয়েছে এই আদিনা ডিয়ার ফরেস্টটি। যেখানে নীলগাই এবং ৭০টিরও বেশি নানান প্রজাতির হরিণ রয়েছে। এর পাশাপাশি এই ফরেস্টের বিশাল একটি এলাকা জুড়ে রয়েছে পাখিরালয়। যেখানে প্রতিবছর নাইট হেরন, কমোগ্র্যান্টের মত পরি্যায়ী পাখিরা জুন মাসের এখানে এসে প্রজনন কার্য সমাধা করে ডিসেম্বরে শীতের শুরুতে নিজেদের দেশে ফিরে যায়।প্রতিবছরের মত এবারও অক্টোবর মাসে শুরু হয়েছে পাখি গণনার কাজ।গত দুবছরের করোনা আবহে দূষণ কমে যাওয়ায় পাখির সংখ্যা ব্যাপক হারে বেড়েছিল। এবারের সেই সংখ্যাটা আরো কয়েকগুণ বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে বনদফতরের তরফে।মালদার বিভাগীয় বনাধিকারিক সিদ্ধার্থ বী. জানিয়েছেন, পরিযায়ী পাখিদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।এই পাখিরালয়কে ঘিরে নানান ধরনের পরিকাঠামো ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে। এছাড়াও পর্যটকদের সুবিধার্থে এখানে থাকা খাওয়ার ও সুব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।