অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভের সঞ্চার

অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভের সঞ্চার

নিউজ ডেস্ক ,১০ই নভেম্বর : গোটা রাজ্যজুড়ে যেখানে ক্রমবর্ধমান ডেঙ্গির প্রকোপ। সেখানে হাসপাতালের পেছনেই জমছে আবর্জনার স্তুপ। যত্রতত্র পড়ে রয়েছে ইনজেকশনের সুচ।

অস্বাস্থ্যকর এই পরিবেশে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে রোগীর পরিজন ও এলাকাবাসীদের মধ্যে।মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনে দীর্ঘদিন ধরে জমছিল আবর্জনা এবং ময়লা।হাসপাতালের ব্যবহার করা যে কোনো সরঞ্জাম ফেলা হয় সেখানে। যার মধ্যে পড়ে থাকে ব্যবহৃত ইনজেকশনের সুচ। আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।গোটা এলাকা ভরে গিয়েছে আবর্জনা ও জঙ্গলে। সাম্প্রতিক সময়ে যেখানে রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ। সেখানে এই নোংরা আবর্জনা মশার আতুড়ঘর বলে দাবী স্থানীয়দের।নোংরা আবর্জনা ভর্তি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেই নোংরা আবর্জনা পুড়িয়ে ফেলা হচ্ছে। তা থেকে বায়ুদূষণ ছড়ানোর অভিযোগ এনেছেন এলাকাবাসীরা।যদিও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন নিয়মমাফিকই হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। এই এলাকায় এখনো পর্যন্ত ডেঙ্গির কোন রোগী মেলেনি বলে দাবী করেছেন তিনি।

 

Next Post

কলকাতার-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ ছিনতাই , সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতকারীরা

Fri Nov 11 , 2022
নিউজ ডেস্ক ,১১ইনভেম্বর :কলকাতা থেকে রায়গঞ্জ আসার পথে দুদফায় কলকাতার-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ ছিনতাই , সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে ফারাক্কা ও মালদা স্টেশন ঢোকার আগ মুহূর্তে। রায়গঞ্জ রেল স্টেশনের রেল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় নির্দিষ্ট সময়েই […]

আপনার পছন্দের সংবাদ