
নিউজ ডেস্ক ,১০ই অক্টোবর : বেপরোয়া ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত এক শিশুকন্যা। গুরুতর আহত তার মামা।রবিবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদীয়া গ্রামে।ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। যদিও চালক পলাতকট্রাক্টর এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন বছরের এক শিশুকন্যা, গুরুতর আহত ১। রবিবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদীয়া গ্রামে।জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম সুহানা খাতুন। তার বাড়ি ওই এলাকাতেই। এদিন মামার সঙ্গে বাইকে চেপে সুহানা গাংনদীয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলো।অপরদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষে যায় সুহানা। গুরুতর আহত হয় তার মামা দিলখোশ আলিঘটনায় চাঞ্চল্য ।আহত দিলখোশকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, পরে বিহারের পূর্ণিয়াতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পরে রাস্তার অবস্থা এবং ট্রাক্টরের বেপরোয়া গতিকেই দায়ী করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। রাস্তার দুই ধারে মাটি দিয়ে সমান করার জন্য বলা হলেও তা না করায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও চালক পলাতক। অন্যদিকে সুহানা বাবা সাদ্দাম হোসেন বছর দুয়েক আগেই মারা গেছে। মেয়েকে হারিয়ে শোকগ্রস্ত গোটা পরিবার। ঘটনায় ট্রাক্টর চালকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়েছে পরিবারের সদস্যরা।
