
গোয়ালপোখর, ২৬ জুন : অনুপ্রবেশের দায়ে দুই শিশু সহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করলো গোয়ালপোখর থানার পুলিশ। শনিবার গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্তে সোলপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, গত সোমবার দুই বাংলাদেশিকে বেআইনিভাবে সীমান্ত পেরোনোর সময় গ্রেপ্তার করে বিএসএফ।এরপরে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সুত্র মারফত খবর পেয়ে আরো পাঁচজনের খোঁজ মেলে। এই সাতজন ধৃত বাংলাদেশি নাগরিকের নাম হল আয়নামোতিআক্তার, রনি আক্তার,মৌসুমী আক্তার, সাইনুর আক্তার, আশরাফুল শেখমাসুদ রানা ও রুতু। এরা সকলেই বাংলাদেশের ঠাকুরগা জেলার হরিপুর থানার রুহিয়া গ্রামের বাসিন্দা।এছাড়াও তারা যার বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির মালিক শেখ বুলবুলকেও গ্রেপ্তার করা হয়েছে।
এদিন ধৃত বাংলাদেশীদের পাশাপাশি বাড়ির মালিককে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ।আশরাফুল ও মাসুদ রানাকে রায়গঞ্জের জুভেনাইল জাস্টিসবোর্ডে পাঠানো হয়েছে। যদিও তারা কি উদ্দেশ্যে এদেশে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে প্রশাসনসুত্রে।ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল বলেন, গত সোমবার ধৃত দুই বাংলাদেশিকে জেরা করে সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকালে দুই শিশু সহ সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার করা হয়েছে আশ্রয়দাতা বাড়ির মালিককে।তাদের আদালতে পেশ করে পুলিশী হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের সীমান্ত পেরিয়ে ভারতে আসার উদ্দেশ্যে জানা যাবে।
আরও খবর পড়ুন : ঘর বরাদ্দে কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও স্বামীর বিরুদ্ধে
