
হেমতাবাদ, ২৬ জুন : করোনা আবহে গত দেড় বছর ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ফলে বাড়ীতে বসেই অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে পড়াশোনার এই মাধ্যম থেকে অনেকটাই পিছিয়ে প্রত্যন্ত এলাকার দুঃস্থ ছাত্র ছাত্রীরা। বিদ্যালয় বন্ধ থাকায় সেভাবে পড়াশোনা না হওয়ায় সমস্ত পড়া ভুলতে বসেছে তারা।
এমতাবস্থায় পড়ুয়াদের পড়াশোনার গন্ডিতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ শাখা। রবিবার সংগঠনের পক্ষ থেকে হেমতাবাদ ব্লকের ঠাকুরবাড়ি এলাকায় দুঃস্থ পরিবারের ২০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে পড়াশোনার শিবিরের সূচনা করা হল। এই শিবিরের মাধ্যমে এলাকার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ুয়াদের সমস্ত করোনা বিধি মেনে বিনামূল্যে শিক্ষাদান করা হবে। এদিনের সূচনা পর্বে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পড়াশোনার সামগ্রী সহ চকোলেট তুলে দেওয়া হয়। এই বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ চক্রের সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বলেন, লকডাউনের জেরে প্রান্তিক এলাকার পড়ুয়ারা পড়াশোনা করতে পারছে না। তাই এই সমস্ত বাচ্চাদের শিক্ষাদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিদ্যালয় না খোলা অবধি এই কর্মসূচি চলবে বলে জানান তিনি। এছাড়াও আগামীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচির আয়োজন করা হবে বলে এদিন জানিয়েছেন গৌরচন্দ্র মন্ডল। বহুদিন বাদে আবারো বিদ্যালয়ের মতো স্বাদ পেয়ে খুশি খুদে পড়ুয়ারা৷
আরও খবর পড়ুন : সুর সম্রাট পঞ্চমদা’র জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা
