নিউজ ডেস্ক : তালা বন্দী জেল কোয়ার্টার থেকে উদ্ধার এক মহিলার দেহ। শনিবার গভীর রাতে জেলখানার কোয়ার্টার থেকে কল্পনা রানি শীল (৪৭) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ৷ ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়।
নদীতে স্নান করতে নেমে নিখোঁজ তিনছাত্র
রবিবার দুপুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতার ছেলে শোভনলাল শীল জেলখানার কর্মী। ঘটনার দিন থেকে ওই জেলকর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মৃতার বাড়ি কামাখ্যাগুড়িতে৷ খবর দেওয়া হয়েছে মৃতার বাড়ির লোকেদের।
টি ২০ বিশ্বকাপ জয় ভারতের, উন্মাদনায় ভাসল শহর
ওই মহিলাকে খুন করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দেবাশিস মন্ডল জানান, শনিবার রাতে জেলখানার কর্মী আবাসন থেকে এক মহিলার দেহ উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। তার ছেলে জেলখানার কর্মী। তার খোঁজ নেই। গোটা ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।