১০০ দিনের মামলায় অর্থ ফেরতের নির্দেশ আদালতের

১০০ দিনের মামলায় অর্থ ফেরতের নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক: একশোর দিনের প্রকল্পে চূড়ান্ত দূর্নীতির অভিযোগ। অভিযোগ প্রমানিত হওয়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী তথা পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না রানী বর্মনকে ৪ লক্ষ ১৭ হাজার টাকা ফেরত দেবার নির্দেশ দিল উচ্চ আদালত। এই ঘটনা ঘিরে শোরগোল পরে গিয়েছে উত্তর দিনাজপুর জেলা জুরে। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের জগদীশপুর অঞ্চলের খাঁড়ি সরিয়াবাদ এলাকা।

 

আরও পড়ুন – বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের

 

প্রসঙ্গতঃ এম জি এন আর ই জি এস বা (একশো দিনের) প্রকল্পে দূর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যে এসেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা শনিবার এই তদন্ত করতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে এসেছেন। এদিকে এই একশো দিনের প্রকল্পের দূর্নীতির অভিযোগ জানিয়েছিলেন খোদ তৃনমূল কংগ্রেসের মাইরিটি সেলের জগদীশপুর অঞ্চল সভাপতি মেহেতাব আলী। তার অভিযোগ এই পঞ্চায়েতের তৃনমূল প্রধান জ্যোৎস্না রানী বর্মনের বিরুদ্ধে। মেহেতাব আলীর অভিযোগ ছিল জগদীশ গ্রাম পঞ্চায়েতে একশো দিনের প্রকল্পে ২১ টি পুকুর খনন বাবদ প্রায় ২২ লক্ষ টাকা সরকারি অর্থ খরচ দেখানো হলেও বাস্তবে পুকুর না কেটেই টাকা তুলে নেওয়া হয়েছে। এই আর্থিক তছরূপের সঙ্গে প্রত্যক্ষ যুক্ত আছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যোৎস্না রানী বর্মন।

 

আরও পড়ুন – সমাজ সেবামূলক কাজে খেতাব জয় রায়গঞ্জের সমাজকর্মীর

 

জগদীশপুর অঞ্চলের মাইনোরিটি সেলের সভাপতি মেহেতাব আলী লিখিতভাবে উত্তর দিনাজপুর জেলা শাসক সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। প্রশাসন সেই অভিযোগের গুরুত্ব না দেওয়ায় তারা হাইকোর্টে মামলা দায়ের করেন। উচ্চ আদালত উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কাছে তদন্ত করে রিপোর্ট দেবার নির্দেশ দিয়েছিল। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন খাড়ি সরিয়াবাদ গ্রামের তিনটি পুকুর খননের তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করেন। আদালত সেই রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত প্রধানকে চার লক্ষ ১৭ হাজার টাকা ফেরত দেবার নির্দেশ দিয়েছে। আদালতের এই নির্দেশেও খুশী নন অভিযোগ কারি মেহেতাব আলী। তার দাবি তিনটি নয় একুশ টি পুকুরের তদন্ত রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে।দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় মন্ত্রীর স্ত্রী জ্যোৎস্ন রানী বর্মনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এবিষয়ে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে বিষয়টিকে প্রকাশ্যো আনেন মেহেতাব।

আরও পড়ুন – নদী বাঁধ থেকে বহুমূল্য গাছ উধাও , প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা

 

অন্যদিকে প্রধান জ্যোৎস্নারানীর স্বামী তথা রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন জানিয়েছেন, আদালতের নির্দেশ তিনি হাতে পান নি। নির্দেশ পেলে পরবর্তি পদক্ষেপ গ্রহন করবেন। তবে জগদীশপুর অঞ্চলটি বন্যা প্রবন এলাকা। ২০১৮ সালে পুকুর খনন হয়েছিল।পুকুরের মাপা হল ২০২৩। বন্যার সময় পলি জমে পুকুরের নাব্যতা কমিয়ে দেয়। দীর্ঘ কয়েক বছর পর পুকুরের মাপ হওয়ায় সঠিক তথ্য না পাওয়ায় আদালত এধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে সত্যজিৎবাবু জানিয়েছেন। পাশাপাশি অভিযোগকারী মেহেতাবের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছেন মন্ত্রী।

 

Next Post

পাচারের আগেই শিলিগুড়ি মোড়ে উদ্ধার কচ্ছপ, ধৃত ২

Sun Mar 19 , 2023
নিউজ ডেস্ক :  পাচারের পথে রায়গঞ্জে উদ্ধার একাধিক কচ্ছপ। ঘটনায় আটক করা হল ২ জনকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন ৪ টি ব্যাগে মোট ১২ টি কচ্ছপ ভরে তা নিয়ে যাচ্ছিল ২ যুবক। সেসময় তাদের দেখে সন্দেহ হওয়ায় তল্লাশী চালায় ট্রাফিক পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক […]
পাচারের পথে রায়গঞ্জে উদ্ধার একাধিক কচ্ছপ। ঘটনায় আটক করা হল ২ জনকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন ৪ টি ব্যাগে মোট ১২ টি কচ্ছপ ভরে তা নিয়ে যাচ্ছিল ২ যুবক

আপনার পছন্দের সংবাদ