
নিউজ ডেস্ক: সমাজ সেবামূলক কাজের নিরিখে এবারে আন্তর্জাতিকস্তরে ‘Human Activity Award’ পেলেন রায়গঞ্জের বিশিষ্ট সমাজকর্মী তথা রক্তদান আন্দোলনের অন্যতম সৈনিক সুব্রত সরকার। গত ১১ ও ১২ ই মার্চ রাজস্থানে অনুষ্ঠিত হয়েছিল সমাজকর্মীদের আন্তর্জাতিক সম্মেলন। সেখানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত বাবু।
আরও পড়ুন আবর্জনা সাফাই নিয়ে বচসা ব্যবসায়ী ও স্থানীয়দের
এছাড়াও দেশের প্রতিটি রাজ্য এবং ভিন দেশের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনে। সেখানে সম্মানিত হন সুব্রত সরকার। কারগিল যুদ্ধের সৈনিক কর্নেল দ্বীপ চাঁদের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। শুক্রবার আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১৯৭৬ সালে বাবার হাত ধরে সমাজসেবার ব্রত শুরু করেছিলে।সেন্ট জন, রেড ক্রসের সাথেও যুক্ত হন তিনি। ক্রমেই কর্মপরধি বিস্তৃত হয়। পরবর্তীতে রক্তদান আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেন তিনি। তিনি জানান, রক্ত কোনো কারখানায় তৈরী হয়না। তাই মানুষের দান করা রক্তেই তার অভাব পূরন হয়। এজন্য সকলকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিয়েছেন।পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছে বলে জানান সুব্রতবাবু। তার বক্তব্য রক্তদাতাদের সরকারি ভাবে সম্মাননা প্রদানের ব্যবস্থা করলে এক্ষেত্রে মানুষের আগ্রহ অনেক বৃদ্ধি পাবে।
