
নিউজ ডেস্ক : পাচারের পথে রায়গঞ্জে উদ্ধার একাধিক কচ্ছপ। ঘটনায় আটক করা হল ২ জনকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন ৪ টি ব্যাগে মোট ১২ টি কচ্ছপ ভরে তা নিয়ে যাচ্ছিল ২ যুবক। সেসময় তাদের দেখে সন্দেহ হওয়ায় তল্লাশী চালায় ট্রাফিক পুলিশ।
ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে বন দফতর ও উত্তর দিনাজপুর পিপলস ফর এনিম্যালসের প্রতিনিধিরা। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে তুলে দেওয়া হয় বন দফতরের আধিকারিক প্রদীপ কর চৌধুরীর হাতে। উত্তর দিনাজপুর পিপলস ফর এনিম্যালসের সম্পাদক গৌতম তান্তীয়া জানান, বিহারের বাসিন্দা অনিল কুমার ও অমিত কুমার নামের ঐ ২ যুবক কচ্ছপ গুলিকে নিয়ে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বন্যপ্রান সংরক্ষণ আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। পাশাপাশি উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে কুলিকের জলাশয়ে ছাড়া হবে বলে জানান গৌতম বাবু।
আরও পড়ুন – ১০০ দিনের মামলায় অর্থ ফেরতের নির্দেশ আদালতের
আরও পড়ুন – বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের
