
ইটাহার, ২২ জুন : পাকা রাস্তার দাবিতে গ্রামীন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার সুরুন এক অঞ্চলের পাজল গ্রামে। জানা যায়, পাজল প্রাথমিক বিদ্যালয় থেকে সুরুন দুই অঞ্চলের ডোহল হাতিয়া অবধি প্রায় ৬ কিলোমিটার পাকা রাস্তা দীর্ঘদিন আগে হলেও পাজল গ্রামের পাশ্বস্ত প্রায় একশো মিটার রাস্তা এখনো পাকা হয়নি
ফলে বেহাল অবস্থায় পড়ে থাকায় পাজল গ্রাম সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিন এলাকার সাধারণ মানুষ রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে অবরোধ করে অভিযোগ করে বলেন, এই কাচা রাস্তার ফলে দীর্ঘ কয়েক বছর ধরে সমস্যায় পড়তে হচ্ছে। বর্ষাকালে বেহাল দশার কারণে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। মুমূর্ষু রোগীদের কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। পঞ্চায়েত সহ প্রশাসনের ও জন প্রতিনিধিদের বারংবার জানিয়েও সমস্যার সমাধান হয় নি। যদিও এদিন অবরোধের খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে দীর্ঘ কয়েক ঘণ্টা অবরোধ চলার পর অবরোধ তুলে নেন তারা। যদিও সমস্যার কথা স্বীকার করে পঞ্চায়েত প্রধান অনিতা দাস বলেন, ওই এলাকার পুরো রাস্তাটি পাকা করা হলেও পাজল এলাকায় একশো মিটার রাস্তা পাকা করা যায়নি, কেননা ওই এলাকায় এক ব্যক্তির কিছুটা সম্পত্তি রাস্তার মধ্যে পড়ায় আইনী জটিলতা চলছে। বিষটি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান।
