দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভসজন জঙ্গি।ধৃত ব্যক্তি তেহরিক-ঈ-মুজাহিদিনের সদস্য বলে অনুমান।সরকারি আইনজীবি বিকাশ চন্দ্র দাস জানিয়েছেন,ধৃতর কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কিছু কাগজ উদ্ধার হয়েছে।
পুলিশি তৎপরতায় গ্রেপ্তার অপহরণকারী, সাংবাদিকদের মুখোমুখি মালদা জেলা পুলিশ সুপার
কাশ্মীর পুলিশ এবং রাজ্যের পুলিশের যৌথ অভিযানে ধরা পরে জাভেদ আহমেদ মুন্সি। সুন্দরবন হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদের, দাবি পুলিশের।ধৃতকে আলিপুর আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে কাশ্মীর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।৩১ ডিসেম্বরের মধ্যে কাশ্মীরের সংশ্লিষ্ট আদালতে জঙ্গি সন্দেহে ধৃত জাভেদ আহমেদ মুন্সিকে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।