Advertisements

নিউজ ডেস্ক, ২১ জুন : কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে চমক দেখালো পেরু।ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে সের্হিও পেনা গোল করে পেরুকে এগিয়ে নেন। প্রথমার্ধে আর কোনো দল গোল পায়নি।
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা। তবে শেষ রক্ষা হয়নি। ৬৪ মিনিটে ইয়েরি মিনার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে কলম্বিয়া, যে গোলটি তারা আর শোধ দিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।এদিনের জয়ের ফলে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল পেরু। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে মগডালে ব্রাজিল।
