নিউজ ডেস্ক, ১০ জুলাই : পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার হরভজন সিং। এদিন টুইটারে একটি পোস্টের মাধ্যমে ক্রিকেটার এই খবর জানান তার ফ্যানদের উদ্দেশ্যে। হরভজন সিং ও তার স্ত্রী গীতা বসরার দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পরতেই স্যোশাল মিডিয়ার শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে।
৪ জুলাই হরভজন সিং তার ৪২ তম জন্মদিন উদযাপন করেন পরিবারের ৩ জন সদস্য নিয়ে। ট্যুইটার পোস্টে হরভজন সিং জানান মা এবং শিশু দুজনেই ভালো আছে। তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।এই বছরের শুরুর দিকে, গীতা বসরা ইনস্টাগ্রাম পোস্টে তাদের দ্বিতীয় সন্তানের আসার অগ্রীম সুখবর দিয়েছিলেন। স্যোশাল মিডিয়ার একটি পোস্টে তাদের মেয়ে হিনায়া হীরের পরনে একটি টি-শার্ট ছিল যাতে লেখা ছিল, “Soon to be big sister.”পোস্টটির শিরোনাম ছিল, “Coming soon.. July 2021.”হরভজন সিং ২০১৫ সালের অক্টোবরে অভিনেত্রী গীতা বাসরাকে বিয়ে করেছিলেন এবং এক বছর পরে তারা তাদের প্রথম সন্তান হিনায়ার জন্ম হয়।
আরও খবর পড়ুন : লকডাউন ও টোটোর দৌরাত্ম্যে আর্থিক সংকটে রিক্সা ও ভ্যান চালকরা