জাতীয় স্তরে বিজ্ঞান মডেল প্রদর্শনীতে সেরা রায়গঞ্জের ছেলে

বিদ্যাভারতী আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞান মেলায় মডেল প্রদর্শনী প্রতিযোগীতায় অংশ নিয়ে সেরার খেতাব অর্জন করল রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জ শহরের মধ্যমোহনবাটির বাসিন্দা শ্রেয়ান দত্ত। সে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র।

কি এমন ঘটল ভিক্টোরিয়ায়, সেনা অভিযানের পর ফিরল স্বস্তি

সম্প্রতি জয়পুরে বসেছিল অখিল ভারতীয় বিজ্ঞান মেলার আসর। সেখানে ভারতের ১১ টি ক্ষেত্র থেকে ১১ জন প্রতিযোগী প্রতিযোগীতায় অংশ নিয়েছিল। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে সেখানে অংশ নেয় রায়গঞ্জের শ্রেয়াণ। অচিরাচরিত শক্তির বিষয়ে মডেল প্রদর্শন করে সে। Solar Energy, Wind Energy, Biomass Energy সহ মোট ৫ টি শক্তি তুলে ধরা হয় এখানে। যার নিরিখে প্রথম স্থান অধিকার করে শ্রেয়াণ। তাজে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়। শ্রেয়ানের এই সাফল্যের জন্য তাকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলী পাল।

বাইপাস চালু হওয়ায় ক্ষতির মুখে শহরের গ্যারেজ ব্যবসা

এই সাফল্যের জেরে যার পরনাই খুশী শ্রেয়ান। সে জানিয়েছে দিনের পর দিন শক্তিক্ষয় হচ্ছে। যা ফিরে আসা অসম্ভব। তাই বিকল্প শক্তি খুঁজতে হবে। সে বিষয়ে মানুষকে অবগত করতেই এই বিষয়বস্তুর উপরে মডেল তৈরী করেছিল সে।ছেলের সাফল্যে গর্বিত শ্রেয়ানের মা বুল্টি পাল। তিনি জানান, ছেলেকে উৎসাহ দিতেন। আগামীতে ওর পাশে থাকবেন।শ্রেয়ানের গাইড শিক্ষক অসীম সেন ছাত্রের এই সাফল্যে খুশী।

Next Post

Thu Nov 21 , 2024
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আত্মসহায়ক এর নাম করে শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের এক মন্ত্রীর মেয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে। জাতীয় স্তরে বিজ্ঞান মডেল প্রদর্শনীতে সেরা রায়গঞ্জের ছেলে এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহলে।পুলিশের একটি টিম […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম