নিজস্ব সংবাদদাতা , ডালখোলা, ২৪ অক্টোবর : প্রয়াত রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা সুব্রত মুখার্জির স্মরণে প্রয়াণ দিবস উপলক্ষে ডালখোলা এরিয়া কমিটির পক্ষ থেকে শনিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন ডালখোলার দাদিধাম ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করে সিপিআইএম নেতৃত্ব। এই রক্তদান শিবিরের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র।
সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। এদিনের রক্তদান শিবিরে ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, প্রয়াত প্রাক্তন সাংসদ সুব্রত বাবু উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের একজন কান্ডারি ছিলেন। জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার এই অবদানের কথা মাথায় রেখে তার প্রতি সম্মান জানাতে এই রক্তদান শিবিরের আয়োজন করেন বাম নেতৃত্ব। এর পাশাপাশি সামনে বিধানসভা নির্বাচন। সেই দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিপিআইএম বেশকিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে গরিবদের কুড়ি টাকা করে দৈনিক খাবার বিলির মত কমিউনিটি কিচেন থেকে শুরু করে রক্তদান শিবির। যাতে আগামীদিনে মানুষের সমর্থন পাওয়া যায়। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ আগামীদিনেও চলবে। তাছাড়া রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি ইসলামপুর ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে আগামীদিনেও উদ্যোগ নেওয়া বলে জানান দলীয় নেতৃবৃন্দ।