জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা ইটাহারে

নিজস্ব সংবাদদাতা ,  ইটাহার , ২২ অক্টোবর :  ইটাহার গ্রাম পঞ্চায়েতের সি পি আই পার্টির পঞ্চায়েত সদস্য সুদীপ্ত দাসের উদ্যোগে এবং পঞ্চায়েত দপ্তরের প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সাধারণ মানুষের সুবিধার্থে দুটি বিশুদ্ধ পানীয় জলের স্টোরেজ ট্যাঙ্ক, শ্মশানঘাটের যাত্রী প্রতীক্ষালয় এবং গভীর নলকূপ উদ্বোধন করা হল ইটাহারে। বৃহস্পতিবার খামরুয়া সংসদে এই দুটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার পঞ্চায়েত সদস্য সুদীপ্ত দাস।

এদিনের কর্মসূচীতে সুদীপ্তবাবু ছাড়াও সন্দীপ ঝাঁ, সুভাষ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সদস্য সুদীপ্ত দাস জানিয়েছেন, ইটাহার গ্রাম পঞ্চায়েতের খামরুয়া সংসদে দুটো প্রকল্পের সূচনা হল। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছিলেন। দীর্ঘদিনের দাবী পূরণ হল এলাকাবাসীদের। এছাড়াও খামরুয়া শ্মশানঘাটের শেড নির্মিত হল, সেটিও উদ্বোধন করা হল এদিন। নির্বাচনী প্রতিশ্রতি মতো রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা করা সহ নির্বাচনী এলাকায় মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছি। আগামী দিনগুলিতে আরো পরিকল্পনা রয়েছে।

Next Post

প্রত্যন্ত গ্রামাঞ্চলে বস্ত্র বিতরণ মানিকচক থানার পুলিশকর্মীদের উদ্যোগে

Thu Oct 22 , 2020
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২২ অক্টোবর :  শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী। দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ। বৃহস্পতিবার মহাষষ্ঠীর দিন মানিকচক থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে মানিকচক থানার পুলিশ মানিকচকের প্রত্যন্ত এলাকায় গ্রামগুলিতে গিয়ে দুঃস্থ মানুষদের মধ্যে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম